যে মুখে মা, সে মুখে মাদক না” – অঙ্গীকার কে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর অনার্স ও ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় মাদককে না বলুন এই অঙ্গিকার করে অতিথিরা সহ শিক্ষার্থীরা শপথ বাক্য পাঠ করে। মঙ্গলবার(৩০ নভেম্বর)সকাল ১১ টার দিকে লালপুর উপজেলার গোপালপুর অনার্স ও ডিগ্রী কলেজের সভা কক্ষে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে গোপালপুর অনার্স ও ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেনর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের,নাটোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আলমগীর হোসেন, ড.মাহামুদা পারভীন,গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি প্রমূখ। এছাড়া ও গোপালপুর অনার্স ও ডিগ্রী কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ,সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।