সিরাজগঞ্জের তাড়াশে মোবাইল ফোন কিনে না দেয়ায় মায়ের ওপর অভিমান করে বেলাল হোসেন (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
শুক্রবার দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের গুরপিপুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন গুরপিপুল গ্রামের আবুল কাসেমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক।
জানা গেছে, বেলাল হোসেন পাঁচদিন আগে মোবাইল কেনার জন্য বাবার কাছে বায়না ধরে গরীব কৃষক বাবা কষ্ট করে মোবাইল ফোন কিনে দেয়। এতে তার মা গালিগালাজ করলে মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করে।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।