নড়াইলের অসহায় ও দুঃস্থ মানুষের শীতকষ্ট লাঘবে বিগত বছরগুলোর ন্যায় এবছরও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে CITY BANK এর সহযোগিতায় নড়াইলের বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেওয়া হয়েছে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবকদের সহযোগীতায় প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কম্বল উপহার দেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় ৩ নং শালনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মাকড়াইল গ্রামে কম্বল বিতরনের কিছু চিত্র।
কম্বল বিতরণে অংশগ্রহণ করেন বর্তমান মেম্বার মোঃ সানোয়ার মোল্লা, স্বেচ্ছাসেবী মোঃ জাহিদুর ইসলাম, ও মোঃ রুমন ইসলাম।
কম্বল গ্রহীতাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা অনেক খুশি। এ সময় তারা বলেন কোনদিন ভাবতেও পারিনি একজন এমপির দেওয়া সহযোগিতা বাড়িতে বসে পাবো।
তারা আরো বলেন আমাদের মানবিক এমপি মাশরাফী বিন মুর্তজার মত মানুষ যদি সব এমপি হয় তাহলে অনেক অসহায় গরিব মানুষ উপকৃত হবে, আমরা এমপি মাশরাফীর জন্য অনেক অনেক দোয়া করি সে যেন দীর্ঘজীবী হয়ে মানুষের সেবা করে যেতে পারেন।
স্বেচ্ছাসেবী বিন্দরা ধন্যবাদ জানান প্রিয় নেতা ও প্রিয় সংগঠন মাশরাফী বিন মোর্তজা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন সিটি ব্যাংকের এই
মানবিক কাজে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।