মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ গ্রেফতার আতংকে জনশূন্য হওয়ায় মেরুরচর এলাকা পরিদর্শন ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চম ধাপের গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত বকশিগঞ্জের ৭ নং মেরুরচর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের কর্তৃক সংঘর্ষ,ভাংচুর, অগ্নি সংযোগের ঘটনায় পুলিশ বাদি হয়ে বকশিগঞ্জ থানায় ৬০/৭০ জনের নামে ও প্রায় শতাধিক অজ্ঞাত নামে আসামি করে মামলা করে। মমামলার পর থেকেই মেরুরচর এলাকায় গ্রেফতার আতংক ছড়িয়ে পরে। গ্রেফতারের আতংকে জনশূন্য হয়ে যায়। এমনবস্থা উত্তোরণে ১৭ জানুয়ারি সোমবার জামালপুর পুলিশ সুপার, নাছির উদ্দিন আহমেদ মেরুরচর এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন পরে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে জনসাধারণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় তিনি বলেন, পুলিশ অযথা কাউকে হয়রানি করবে না।বর্তমান যুগ ডিজিটাল যুগ,ভিডিও ও স্টিল পিকচার দেখে আসামি সনাক্ত করা হচ্ছে । বিধায় আপনারা ভয় পাবেন না। আগের মতো স্বাভাবিক জীবন যাত্রায় ফিরে আসুন। প্রাত্যহিক কাজ কর্ম করুন।যেকোন প্রয়োজনে থানার সাথে যোগাযোগ রাখুন অথবা আমাকে অবগত করুন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(দেওয়ানগঞ্জ সার্কেল), রাকিবুল হাসান রাসেল, অফিসার ইনচার্জ, বকশিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।