দেশের বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলা ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর জেলা প্রশাসক (ডিসি)‘র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যশোর জেলাধীন সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আজ রবিবার ১১ এপ্রিল দুপুরে জেলা প্রশাসক কার্য্যালয়ে চেয়ারম্যানদের উপস্থিতিতে বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান।
এসময় প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম। যশোর জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান বলেন, “ একজন চেয়ারম্যানই স্থানীয় প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। নিজ নিজ ইউনিয়নের সকল প্রশাসনিক দায়িত্বভার চেয়ারম্যানকেই নিতে হয়। সম্প্রতি বৃদ্ধি পাওয়া করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে আপনাদেরকে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে। তাছাড়া আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আপনাদেরকেই কর্মহীন মানুষের পাশে দাড়াতে হবে।” এসময় উপস্থিত ছিলেন, ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আফজাল হোসেন, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ নাজনীন নাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম (সিরাজ), উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান,কাশিমপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মশিয়ার রহমান সাগর এবং চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।