নবীগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ইভ টিজিং-এর দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ অক্টোবর) সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ঝিলকা গ্রামে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত যুবক হলেন ওই গ্রামের গউস মিয়ার ছেলে মো. মিয়াদ মিয়া (২৫)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।
এ সময় আইনশৃঙ্খলা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানার এসআই লুৎফর রহমানসহ একদল পুলিশ। ইউএনও শেখ মহি উদ্দিন জানান, তৃতীয় শ্রেণির ছাত্রীকে ইভ টিজিং-এর মিয়াদ মিয়াকে দণ্ড দেওয়া হয়েছে। এই অভিযান চলমান থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।