এন এম রায়হান, নিজেস্ব প্রতিবেদকঃ
শুক্রবার সারাদিন রক্তদানে সাতক্ষীরার পক্ষ থেকে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতন মুলক ক্যাম্পিং অনুষ্ঠিত। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সাতক্ষীরা জেলার সদর উপজেলার কুশখালী ইউনিয়নের উজির বাগান হাফিজিয়া মাদ্রাসায়। মাদ্রাসা ছাত্র ও স্থানীয় মানুষের মধ্যে বিনামূল্যে রক্ত গ্রুপিং করানো হয়েছে।উক্ত ক্যাম্পিং এ উপস্থিত ছিলেন রক্তদানে সাতক্ষীরার এডমিন মনিরুল ইসলাম,আসিফ হোসেন,আরিফ হোসেন,আব্দুল্লাহ আল মামুন,মডারেটর মুজাহিদুল ইসলাম সহ সংগঠনের অনন্য সদস্যবৃন্দরা। এ সময় রক্তদানে সাতক্ষীরার মডারেটর মুজাহিদুল ইসলাম দৈনিক কলম কথার নিজস্ব প্রতিবেদক এন এম রায়হান কে জানান-এ ক্যাম্পেইনের মাধ্যমে সবার রক্তের গ্রুপ জানা দরকার এ চিন্তাধারা থেকে এ আয়োজন করা এবং আরও জানান যে করোনার ভিতরে তারা মুমূর্ষু রোগীকে রক্ত দান সেবা দিয়ে যাচ্ছেন সংগঠনটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।