রাজধানীর কদমতলীর পলাশপুর শেরেবাংলা আইডিয়াল স্কুল এলাকার একটি বাসায় ঋণগ্রস্ত হয়ে মোহাম্মদ নুরুন্নবী বেপারী (৩৭) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনাটি ঘটে।
কদমতলী থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) কাছেদ মুন্সি জানান, খবর পেয়ে কদমতলীর পলাশপুর শেরে বাংলা আইডিয়াল স্কুল গলি এলাকার ৪/৩ নম্বর বাসার পাঁচতলা ভবনের চারতলা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাতের দিকে পাঠানো হয়।
তিনি জানান, করোনার কারণে তার ব্যবসা মন্দা থাকায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের বড় ভাই ফয়সাল ব্যাপারী জানান, তার ছোট ভাই একাধিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
করোনার কারণে ব্যবসায় মন্দা যাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এবং মানসিকভাবে সে ভেঙে পড়েন। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।