রাজধানীর কাপ্তান বাজারে একটি দোকানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় এখন পর্যন্ত অন্তত একজন নিহত হওয়া তথ্য পাওয়া গেছে। আজ শনিবার (০৮ জানুয়ারি) ভোরে এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, আজ ভোর পৌনে ৫টার দিকে আগুন লাগার খবর পান তারা। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৬টা ১২ মিনিটে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আগুনে ইয়াসিন নামে এক দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দোকানটি কিসের ছিল সেটি এখনও জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।