হৃদয় শীল ,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি: ২০ নভেম্বর শনিবারঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের রায়েকদাহ গ্রামে অবস্থিত ডাঃ নাহিদা রহমান জেনারেল ও টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ২০২১ এর এইচএসসি পরীক্ষীদের বিদায় সংবর্ধনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর শনিবার বেলা ১১টায় রায়েকদাহ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ ফাতেমা আক্তারের সভাপতিত্বে কলেজ চত্বরে রায়েকদাহ ডাঃ নাহিদা রহমান জেনারেল ও টেশনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ২০২১ এর এইচএসসি পরীক্ষীদের বিদায় সংবর্ধনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংবার্ধনা অনুণ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদায় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু।
আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহামামাদ মুরাদুজ্জামান মুরাদ, রায়েকদাহ ডাঃ নাহিদা রহমান জেনারেল কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা আবুল কাশেম দুলাল, অভিভাবক সদস্য মোঃ ইব্রাহীম মসলাতী,শিক্ষক মোঃ মতিয়ার রহমান ও মামুনসহ পমুখ।
দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা কবির বীন সাঈদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।