অংবাচিং মারমা রুমা উপজেলা প্রতিনিধি: বান্দরবানে রুমা উপজেলা আশ্রম পাড়া একটি সেমি পাকা বসত বাড়ি আগুনে পুরে গিয়েছে। গত ২৯ সেপ্টেম্বর রোজ বুধবার সন্ধ্যা দিকে ২ নং রুমা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আশ্রম পাড়া রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হ্লাচিংথোয়াই মারমা নামেই ঘরটি আগুনে পুরে গিয়েছে বলে জানিয়েছে।
ঘরের ভিতরে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লক্ষ টাকা মালামাল ছিল বলে জানান। এইসময় তিনি বলেন ঘরের ভিতরে আজ বিকালে বিতর পুজা মন্ডবে করার শেষে বাথরুমে গিয়েছে এতেই মোমবাতি নিচে পরেগিয়ে আগুনটি লেগেছে বলে জানান।
এতেই রুমা আশ্রম পাড়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পাওয়ার সাথে সাথে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তামোঃ মামুন শিবলী,লেঃ তৌহিদুল ইসলাম (বিএ- ১০৬১১)রুমা জোন (২৮ বীর), রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মার্মা,১নং পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা ,রুমা থানার অফিসার এসআই মোঃ মজিবুর রহমান ও এস আই আমিনুল ইসলাম সহ ঘটনা স্থলে তাৎক্ষণিক ভাবে উপস্তিত হয়েছে।
এতেই ঘর পুরে যাওয়ার অবস্থা দেখে হ্লাচিংথোয়াই মারমা (শিক্ষক) হাতেই রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন শিবলী পক্ষ হতে- ৫ হাজার টাকা এর সাথেই -৬ টি কম্বল , তৌহিদুল ইসলাম রুমা সদর বীর জোন পক্ষ
হতে নগদ ৫ হাজার টাকা, ২ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা পক্ষ হতে নগদ ৫ হাজার টাকা ও ১ নং পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা পক্ষ হতে নগদ ২ হাজার টাকা সহায়তা তুলে দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।