শাকিল আহম্মেদ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতা এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, চাঁদপুরের আজাদ হোসেন ও রফিকুল ইসলাম এবং প্রাইভেট কারের চালক আলমগীর হোসেন। রোববার রাত একটার দিকে উপজেলার কাঞ্চন সড়কের মুন্সি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে ভূলতা থেকে কাঞ্চনের দিকে যাচ্ছিল প্রাইভেট কার টির এসময় কাঞ্চনের দিক থেকে আসা দ্রুত গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। গুরুত্বর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, নিহত তিনজন পুরুষ যাত্রী। তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।