নড়াইলের লোহাগড়া পৌরসভার রামপুর গ্রামের মৃত নায়েব আলী ফকিরের প্রতিবন্ধী ছেলে বাবর ফকির (৪৫) তার বসতঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে পুরা শরীর ঝলসে বিকৃত হয়ে মারা যায় ।
সরেজমিনে গিয়ে জানা যায় ১৯ মার্চ শুক্রবার ভোর ৪ টা ৩০ মিনিটের সময় এই আগুন লাগার সূত্রপাত টি ঘটে, ওই বাড়ির প্রত্যক্ষদর্শীরা মন্তব্য করেন বলেন যে মুলত মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করেন।
এদিকে লোহাগাড়া (সিভিল ডিফেন্স) ফায়ার সার্ভিসের একটি টিম তাৎক্ষণিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনে, ফায়ার স্টেশন অফিসার মো: মাসুদ রানা বলেন ভোর ৪টা৩০ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওই ঘরে থাকা এক জন মানুষ পুড়ে মারা যায়। দুই থেকে আড়াই লক্ষ টাকার দ্রব্য সামগ্রীর ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।