মিষ্টার বাপ্পী, সিনিয়র স্টাফ রিপোর্টার: জনহিতকর ও জনকল্যান মূলক সকল কর্মকান্ডে নিবেদিত প্রাণ সমাজ সেবক মনিরামপুর সদর ওয়ার্ডের কাউন্সিলর বাবুলাল চৌধুরী ্কাউন্সিলর হওয়ার আগে থেকে নিজ ওয়ার্ডের আপামর জনসাধারণের হওয়া মরার সাথী তিনি ।

নিজ অর্থায়নে দীর্ঘ দিন ধরে জনসেবা করা বাবুলাল চৌধুরীর সুনাম মানুষের মুখে মুখে । তারই ধারাবাহিকতায় নির্বাচনে জয় লাভ করে নিজ ওয়ার্ডের উন্নয়নে অতি অল্পদিনেই রেকর্ড সৃষ্টি করেছেন । ওয়ার্ডবাসী দেখেছে তার রাস্তা ড্রেন ডাস্টবিন নির্মাণ ও মন্দির সংস্কার সহ বেশ কিছু দৃশ্যমান উন্নয়নমূলক কর্মকান্ড ।

এসকল উন্নয়নমূলক কর্মকান্ডের অংশ হিসেবে আসন্ন শারদীয়া দূর্গা উৎসব উপলক্ষ্যে তিনি এবার হিন্দু ধর্মাবলম্বী ৩০টি হতদরিদ্র পরিবারের মধ্যে বস্ত্র দান করেছেন । যা সত্যিকার অর্থে একটি মহতী প্রসংশনীয় উদ্যোগ ।

কাউন্সিলর বাবুলাল চৌধুরীর এমন উদ্যোগকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন মনিরামপুর সদর ওয়ার্ডবাসী । সকলেই তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেছেন । পাশাপাশি বাবুলাল চৌধুরীও ওয়ার্ডবাসীকে শারদীয়া শুভেচ্ছা জানিয়েছেন ।