মোঃরিফাত মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে অতিদরিদ্র ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে রানীশিমুল ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচি ও অতিদরিদ্র এবং অসহায় দুঃস্থ পরিবারের জন্য মানবিক কর্মসূচি’র আওতায় জিআর এর নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা ও রানীশিমুল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত টেগ অফিসার ফরহাদ আহমেদ আকন্দ, রানীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, ইউপি সচিব মোহাম্মদ আলী সহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ।

উল্লেখ্য, রানীশিমুল ইউনিয়নে ১ হাজার ৭০৭ জনের প্রত্যেকের মাঝে ভিজিএফের ৪ শ ৫০ টাকা ও জিআরের বরাদ্দকৃত ২ লক্ষ ৫০ হাজার টাকা ৫০০ জনের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে উপজেলার ১০টি ইউনিয়নে ১৩ হাজার ৫০৬ জন ভিজিএফ কার্ডধারীদের মাঝে ৪৫০ টাকা করে এবং জিআর কর্মসূচির আওতায় ২৫ লক্ষ টাকা (প্রত্যেকের জন্য ৫০০ টাকা) বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।