বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোর-৪ আসনের সাংসদ রণজিৎ কুমার রায়
বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। এ
পূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের ঘরে ঘরে আনন্দ বিরাজ করছে। ধর্ম যার যার উৎসব
সবার। দূর্গোৎসব এখন সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে। পূজার আনন্দ সকলের
সাথে ভাগাভাগি করে নিতে হবে। সা¤প্রদায়িক সম্প্রিতি বজায় রেখে আমাদের
উৎসব পালন করতে হবে।
রোববার যশোরের বাঘারপাড়ায় শারদীয় দূর্গা পূজা উদযাপনে উপজেলার বিভিন্ন
পূজা মন্ডপ ভিত্তিক সরকারি অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি রণজিৎ আরো বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে চায় একটি পক্ষ।
সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। শুধু তাই নয় দুষ্টু চক্র বিভিন্ন ষড়যন্ত্র
করে সরকারকে ফাঁদে ফেলে উন্নয়ন অগ্রযাত্রা ব্যহত করতে পারে। এমন ব্যক্তিদের
চিহ্নিত করে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ
হাসিনার হাত ধরে দেশকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের এ
দূর্গোৎসব উদযাপনে অনুদান দিয়েছেন। এ উপজেলায় ৯৫ টি মনডবের ১৭ হাজার
৬০০ করে ১৬ লাখ ৭২ হাজার টাকা বিতরণ করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে মাস্ক
পরে পূজা মন্ডপে আসতে হবে। হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে হবে। স্বা¯’্য
বিধি মেনে পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে হবে।
এদিন সকাল সাড়ে ১১ টায় উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে
মহিরন¯’ উপজেলা কেন্দ্রীয় মন্দিরে সরকারি অনুদান বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ অধিকারী। এতে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া
আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন নাহার,
উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হরিপদ রায়, উপজেলা পূজা উদযাপন
পরিষদের সাধারণ সম্পাদক বাবলু সাহা, সহ সভাপতি সন্তোষ মন্ডল, কোষাধ্যক্ষ রিপন
দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রনয় সরকার,
ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, আওয়ামীলীগ নেতা নিখিল কুমার আঢ্য,
পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম দাস প্রমুখ। এছাড়াও
বিভিন্ন পূজা মনডবের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।