![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/10/kk103.jpg)
মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ন সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা শুক্রবার বিকেলে তার নিজ গ্রাম দমদমাতে
গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক ও মত বিনিময় সভা করেছেন। সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি ও সাবেক মেম্বার গোলাম আম্বিয়া লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠক ও মত বিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা।
অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক খায়রুল ইসলাম, আওয়ামীলীগ নেতা নিসরুল হামিদ ফুতু, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, ইউপি সদস্য শিপলু খান, খোকন, সরেফুল ইসলাম, মাজেদুল ইসলাম প্রমুখ![](//dailykolomkotha.com/wp-content/plugins/a3-lazy-load/assets/images/lazy_placeholder.gif)
![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/10/kk103-1-300x171.jpg)
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাজেদুল ইসলাম চম্পা বলেন, একটি রাষ্ট্রের উন্নয়নের মূল স্তম্ভ কাঠামো হচ্ছে গ্রাম পর্যায়ের সুষম ও উন্নয়ন নিশ্চিত করা। এ জন্য তৃণমূলের জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়ন পরিষদে সুশিক্ষিত, দক্ষ জনপ্রতিনিধি প্রয়োজন।
জাতির পিতার কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামকে শহরে পরিণত করার ভিশন নিয়ে সরকার গ্রাম পর্যায়ে উন্নয়নের ফলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে হাটছে। বাংলাদেশ আজ একটি মধ্যম আয়ের দেশে উন্নতি হওয়ায় বিশ্ব নেতারা আজ শেখ হাসিনাকে উন্নয়নের মডেল হিসেবে আখ্যায়িত করছে।
তিনি আরোও বলেন বর্তমান শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হলে প্রতিটি স্তরে দক্ষ, সুশিক্ষিত ও দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধির কোন বিকল্প নেই। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সান্তাহার ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তাইতো আগামী নির্বাচনে ইউনিয়নের সর্বস্তরের ভোটারগণ তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারলে তিনি ইউনিয়নের সকল স্তরের ভোটারদের মতামতের ভিত্তিতে একটি সমৃদ্ধ ইউনিয়ন গড়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।