শেখ মোস্তফা কামাল, কেশবপুর যশোর প্রতিনিধিঃ কেশবপুরের সাগরদাঁড়িতে ২৫শে জানুয়ারি মঙ্গলবার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর আবক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ ও ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।

ছবি কলম কথা

উল্লেখ্য যে প্রতিবছর এই মেলাটি( সপ্তাহ) ৭ দিন ব্যাপি চলমান থাকে।কিন্ত এবার দেশে তথা সারা বিশ্বে করোনা ও ওমিক্রন এর প্রভাব বেশি থাকার কারনেই, ১ দিনএর মধ্য দিয়ে মধু জন্মোউৎসব শেষ হলো।বিকালে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সাগরদাঁড়ির মধুপল্লীতে স্থাপিত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের আবক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,

ছবি কলম কথা

যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন, সাগরদাঁরির মধুপল্লীর কাস্টডিয়ান আইরিন পারভীন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ প্রমুখ।এরপরে মধুকবির জীবনীসহ তাঁর সাহিত্যের উপর ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।ভার্চুয়াল আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ, যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য্য প্রমুখ।

 

কলমকথা/বি সুলতানা