মোঃরিয়াদ গাজী,নলছিটি ঝালকাঠি: “প্রাণের টানে প্রিয় প্রাঙ্গনে,ফিরে এসো নব উচ্ছ্বাসে, সৃষ্টির উল্লাসে, তোমাদের জানাই স্বাগতম। ” সর্বনাশা করোনা! চীন দেশে জন্মের পর থেকে অদ্যবধি সারা বিশ্বে ৪৬ লক্ষ ২৩ হাজার মানুষের প্রাণ নেয়ার পাশাপাশি শিক্ষা ব্যাবস্থাকে ও প্রায় ধ্বংস করে দিয়েছে।
আজ ১২ সেপ্টেম্বর। কোভিড ১৯ এর কারণে ৫৪৩ দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ সারাদেশের ন্যায় ঝালকাঠীর নলছিটিতেও প্রাণ ফিরে পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ। সকালে নলছিটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পর সরকার আজ ১২ সেপ্টেম্বর (রবিবার) থেকে জনস্বাস্থ্য ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমুহ খুলে দেয়ার ঘোষণা দেয়ায় নলছিটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোও নিজ নিজ শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি অনুসরণ করে শিক্ষা মন্ত্রাণালয় ও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ পূর্বক নিজ নিজ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। অনুসরণীয় নিয়ম-নীতির মধ্যে ছিল মাস্ক পরা, হাত ধোয়া,তাপমাত্রা পরিমাপ করা ও সামাজিক দুরত্ব বজায় রেখে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসানো ছিল অন্যতম। দীর্ঘদিন পরে প্রিয় বিদ্যালয়ে আসতে পেরে শিক্ষার্থীদেরকে উৎফুল্ল ও আনন্দিত দেখা যায়। আর অভিভাবকেরা ও বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু করায় সরকারকে ধন্যবাদ জানায়। ইতিপূর্বে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শ্রেণী কক্ষগুলো জীবানুমুক্ত করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জীবানু নাশক ছিটানো হয়। আর বিদ্যালয় গুলো ও সপ্তাহ আগে থেকে পরিস্কার-পরিচ্ছন্ন করাসহ সরকারি নির্দেশনা মতে রুটিন তৈরি করে শ্রেণী কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুতি গ্রহন করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।