সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের শান্তি কামনায় আজিমুশ্বান নুরানী ওয়াজ মাহফিল

 

 

গতকাল ১৮ মার্চ রোজ বৃহস্পতিবার দিনাজপুর ৩ নং মিতালী মাঠ প্রাঙ্গণে তরুন যুব সামাজের উদ্যোগে সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের শান্তি কামনায় আজিমুশ্বান নুরানী ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:ড: সৈয়দ এরশাদ আহমাদ আল বুখারী,মহা পরিচালক আল কুরআন একাডেমী এবং ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন: আবুল খায়ের রিজভী মহা পরিচালক মাদ্রাসা মাযহারে ইসলাম, ঈশ্বরদী, পাবনা। উক্ত নুরানী ওয়াজ মাহফিল আরো বক্তব্য রাখেন: সৈয়দ আলিম আহমাদ, পরিচালক ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর। আজহারুল ইসলাম ক্বাদরী,খতিব,ইমামে আযম জামে মসজিদ দিনাজপুর। মাওনা ফিরোজ আহমেদ, খতিব স্টেশন জামে মসজিদ দিনাজপুর। মাওলানা জাহিদুল ইসলাম, খতিব ভাট পাড়া জামে মসজিদ দিনাজপুর। উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শিশু বক্তা:মুহাম্মদ আল আমিন আল ক্বাদরী,ছাএ ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর।প্রধান অতিথির বক্তব্যে ড: সৈয়দ এরশাদ আহমাদ আল বুখারী বলেন: যে দেশ স্বাধীন ও ইসলাম রাষ্ট্র দেশ সে দাঁড়ি রাখার জন্য চাকরি না দেওয়া আড়ংয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন আসছে ঈদুল ফিতরে আড়ং কে বয়কট করার জন্য বাংলাদেশের সকল ধর্ম প্রান মুসলমানদের প্রতি অনুরোধ করেন।