ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন, মজুত ও বিক্রয়ের অভিযোগে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দেশব্যাপী র্যাবের সবগুলো ব্যাটালিয়ন একযোগে বিশেষ অভিযান শুরু করেছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে এ অভিযান শুরু হয় বলে র্যাব সদর দপ্তর থেকে জানানো হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এনএম ইমরান খান সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে ১৫টি ব্যাটেলিয়ান এ অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। র্যাব জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সারাদেশে ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্য পণ্য উৎপাদন, মজুত ও বিক্রয় করছে অসাধু ব্যবসায়ীরা। এসব অভিযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।