শায়েক আহমদ,স্টার্ফ রিপোর্টার: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানদের নাম ঘোষণা করেছে আঞ্চলিক শিক্ষা বিভাগ। ঘোষণাকৃত তালিকায় মাদরাসা ক্যাটাগরিতে বিভাগের শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হিসেবে মৌলভীবাজারের সদর উপজেলার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ কে নির্বাচিত ঘোষনা করেছে বিভাগীয় কমিটি।

সোমবার ১৩ মে সিলেট বিভাগীয় উদযাপন কমিটির আহ্বায়ক ও সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপনের সদস্য সচিব ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক, প্রফেসর মো. আব্দুল মান্নান খান সমন্বয়ে গঠিত কমিটি এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে মৌলভীবাজার সদর উপজেলা ও জেলা পর্যায়ের তাঁকে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান হিসেবেও নির্বাচিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহে ঘোষিত ১৪ টি মুল্যায়ন সূচকে বিচার বিশ্লেষণ করে ও রোববার ১২ মে সিলেট সরকারি মহিলা কলেজে সাক্ষাৎকারের মাধ্যমে সোমবার ১৩ মে বিভাগীয় শ্রেষ্ট মাদ্রাসা প্রধান হিসেবে ঘোষণা করেন।

এবিষয়ে মাওলানা বশির আহমদ বলেন-উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সুনাম ও সুখ্যাতির সাথে পরিচালিত হয়ে আসছে।

বিভাগীয় শ্রেষ্ট মাদ্রাসা প্রধান নির্বাচিত হয়ে আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেলো। সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সাফল্য ও আমার মেধা কাজে লাগিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের যেন উন্নতি করতে পারি, সকলের নিকট এই দোয়া কামনা করি।

জানা যায়, মাওলানা বশির আহমদ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন। জেলার শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করা থার্ষ্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সম্পাদক, কুলাউড়া উপজেলার ইসলামি সমাজ কল্যাণ পরিষদ হিংগাজিয়ার সভাপতি ও মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জমিয়ায়াতুল মোদার্রেছীন মৌলভীবাজার জেলা শাখার ১ম যুগ্ম সাধারণ সম্পাদকে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি ২০১৩ সালের ডিসেম্বরে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় অধ্যক্ষ পদে যোগদান করেন।

মাদ্রাসায় যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগ্যতা, মননশীলতা ও দক্ষতার সাথে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে ভুমিকা রাখার অঙ্গিকার ব্যক্ত করেন। এজন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।