টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা আগামি ৩ অক্টোবর। ওই বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে অন্তত ৯ জন উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় নেতাদের টাঙ্গাইলে আগমনে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইতোমধ্যে শহরের বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন সাটিয়েছেন স্থানীয় নেতারা।

তারই ধারাবাহিকতায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩ অক্টোবরের বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন

সাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্যা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহম্মদ উল্লাহ জুয়েল, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইসহাক মিয়া,

সদস্য ডা. আব্দুস সালাম প্রামাণিক, সদস্য নাবিলা নুহাত চৈতী, সদস্য মনিরুজ্জামান মনির, সদস্য রফিকুল ইসলাম রফিক উপস্থিত থাকার বিষয়টি সাংগঠনিকভাবে নিশ্চিত করা হয়েছে।