লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে করোনায় কর্মহীন গরিব ও অসহায় চার শতাধিক হিন্দু পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রায়পুর পৌরসভার মুড়িহাটা এলাকায় শ্রী শ্রী জগন্নাত দেবগ্রহ মন্দিরে সনাতনী যুব সংঘের উদ্যোগে দিনব্যাপী এসব বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন, ওসি আবদুল জলিল, জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া, কাউন্সিলর মাহবুবুর রহমান রিজভি-পূজা উদযাপন পরিষদের সভাপতি হরিপদ পাল,
সাধারণ সম্পাদক বলরাম মজুমদার, সাংবাদিক প্রদীপ কুমার রায়, যুব সংঘটনের নেতা সুদেব চন্দ্র কুড়ি, লিটন দাস (আপন), শান্তনু পাল, সুজন কুমার ঘোষ, লিটন মজুমদার, অমল রায়, কিশোর বাবুল, সুদেব দাস, নারায়ণ ঘোষ ও জয়ন্ত ঘোষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।