টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক ও সখিপুর -বাসাইল আসনের সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
 জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পুনঃ নির্বাহিক হওয়ায় ১৪ নভেম্বর (সোমবার) বিকালে এ্যাডভোকেট বার সমিতির উদ্যোগে এ্যাডভোকেট বার সমিতির হল রুমে এ সংর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে  বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপিকে সম্মাননা স্মারক, ফুলের শুভেচ্ছা ও মানপত্র দিয়ে ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করেন। আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন তিনি।
 আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি বলেন, আমি যাতে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সবাই দোয়া করবেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে দলের জন্য এবং মানুষের জন্য কাজ করে যাবো।
এ্যাডভোকেট বার সমিতির সভাপতি এ্যাডভোকেট   আব্বাছ উদ্দিন আকন্দের সভাপতিত্বে ও এ্যাডভোকেট বার সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ কবির হোসেন উজ্জল এর সঞ্চলনায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এম.পি।
আরো বক্তব্য রাখেন, এ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট গফুর, সাবেক সভাপতি আব্দুস সালাম চাকলাদার,পিপি এ্যাডভোকেট  এস আকবর খান, জিপি এ্যাডভোকেট আজিজুর রহমান, এ্যাডভোকেট শামিমুল আক্তার শামিমএ্যাডভোকেট শাহানশা সিদ্দিক মিন্টু প্রমুখ।