আজম খান, বাঘারপাড়া (যশোর) : যশারর বাঘারপাড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক উদ্যোগের আয়োজনে এবং ‘উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগালোষ্ঠীর ‘অঅন্তর্ভূক্তি’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম মাসুদ হাসান।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, মৎস্য কর্মকর্তা পলাশ কুমার বালা, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন, নাগরিক উদ্যোগ সংস্থার খুলনা বিভাগীয় সহকারি সম্বয়কারী পলাশ দাস, মহিলা বিষয়ক অফিসার প্রশিক্ষক তৈমুর রহমান, প্রেসক্লাব, বাঘারপাড়ার সাধারন সম্পাদক হুমায়ুন কবির, সাংবাদিক প্রদীপ বিশ্বাস, এ্যাডভোকেসি নটওয়ার্ক কমিটির (এএনসি) উপজেলা সাধারন সম্পাদক ইকরামুল কবির মিঠু, শচীদ্রনাথ বিশ্বাস প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক খান কে এম শরাফত উদ্দিন, চন্দন দাস, রাকিব হাসান, দলিত জনগোষ্ঠীর (কামার, কুমার, তাতী, জেলে, মুচি) প্রতিনিধিগণ, হিজড়া জনগাষ্ঠীর প্রতিনিধিগণ ও এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির (এএনসি) সদস্যবৃদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সোসাইটি অর্গানাইজশন ও অশ্রুমোচন সংস্থার সদস্য নাছির উদ্দিন। সভায় কাউকে বাদ দিয়ে নয় বরং পিছিয় পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় কিভাবে আরও বেশী সক্রিয় অংশগ্রহণ ঘটানো যায় তার বিস্তারিত আলোচনা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।