পাঁচদিন পর দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি তরুণ মিনারের (১৬) লাশ বিজিবির কাছে ফেরত দিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর ভারতীয় সীমা‌ন্তের তে‌লিয়াপাড়া বানপুকু‌র পাড়ে ভারতীয় ৩১৪/৭এস পিলারের সামনে দুই দেশের সীমান্তরক্ষী বা‌হিনীর সদস্য ও কোতোয়ালি থানা পু‌লি‌শের উপ‌স্থি‌তি‌তে লাশটি হস্তান্তর করে বিএসএফ।

আরোও পড়ুন: হাঙরের মুখোমুখি হয়েছিলেন মেহজাবীন

ক্রেডিট রেটিং বাধ্যতামূলক, দিতে হবে পিএসআই

এ সময় উপ‌স্থিত ছি‌লেন বি‌জি‌বি খানপুর ক্যা‌ম্পের কমান্ডার আনিসুর রহমান, কোতোয়া‌লি থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম, পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) গোলাম মাওলা, কমলপুর ইউ‌নিয়‌নের চেয়ারম্যান আবু বক্কর সি‌‌দ্দিক, নিহত মিনারের বাবা জাহাঙ্গীর আলম।

দিনাজপুর সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন, সোমবার বিকেল ৫ টা ১০ মিনিটে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে লাশটি আমাদের নিকট হস্তান্তর করে।

পরে পিকআপ ভ্যানে লাশটি তার নিজ গ্রাম ভিতরপাড়ায় তার পরিবারের নিকট পৌঁছে দেওয়া হয়। গত বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টায় সীমান্তের দাইনুর বিওপি ৩১৫ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফ সদস্যদের গুলিতে মারা যান মিনার।