কেএম জহুরুল হক, জনি (গাইবান্ধা)প্রতি‌নি‌ধিঃ ফুলছড়িতে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে চেয়ারম্যান মেম্বার এবং সচিব গনকে সার্টিফিকেট প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠান শেষে “দৈনিক কলম কথা পত্রিকা ” এর গাইবান্ধা প্রতি‌নি‌ধি কেএম জহুরুল হক জনির এক প্রশ্নের জবাবে-তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্বন্ধে গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুরশিদ আলম (খুশু) বলেন আমরা এই তিন দিনে প্রশিক্ষণ গ্রহন করে জানলাম জনগণকে কিভাবে সেবা দিতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার জন্য নিয়মিত পরিষদের সদস্যদের কে নিয়ে মাসিক মিটিং ,হোল্ডিং, খাজনা , ইউনিয়ন পরিষদের কার্যবিবরণী যেগুলো অজানা ছিল সেগুলো জানলাম।

৪ নং গজা‌রিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জিহাদুর রহমান মাওলা বলেন, এই প্রশিক্ষণে আমরা জন্ম-মৃত্যু সনদ সহ পরিষদের বিচারী কার্যক্রম সম্বন্ধে যা অজানা ছিল সেগুলো জানলাম।

উদাখালি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মকবুল হোসেন বলেন ইউনিয়ন পরিষদের ১৩৯ টি ধারা রয়েছে যেগুলোর অনেক কিছু আমাদের অজানা ছিল , প্রশিক্ষণের মাধ্যমে সেগুলো আমরা জানলাম এবং সে অনুযায়ী কাজ করলে আমরা জনগণের এবং ইউনিয়ন পরিষদের উন্নতি করতে পারব। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্থানীয় সরকার কে আধু‌নিক এবং গতিশীল করার লক্ষ্যে এই প্রশিক্ষণ, প্রশিক্ষণকালীন সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেবেন।

সমাপনী ও সার্টিফিক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলছ‌ড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান,ফুলছ‌ড়ি উপজেলা চেয়ারম‌্যান জি এম সে‌লিম পারভেজ, এনআইএল‌জি প্রতি‌নি‌ধি মোঃআবু হাসে‌মি । ফুলছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হো‌সেন, ফুলছড়ি উপজেলা ভূমি অফিসার মোঃ আলাউদ্দিন, উপজেলা কৃ‌ষি কর্মকর্তা মিন্টু মিয়া,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃআব্দুল করিম মিয়া, ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ কাওসার আলী প্রমুখ ।

তিন দিনব্যাপী ইউ‌নিয়ন প‌রিষদ মৌলিক প্রশিক্ষণ ৬-ফেব্রুয়ারী সোমবার ফুলছড়ি উপজেলা কৃ‌ষি অ‌ফিস সভাকক্ষ‌ে অনুষ্ঠিত হয়ে ৮ ফেব্রুয়ারী বুধবার সমাপ্ত হয় । ২০২২- ২৩ অর্থ বছরে জা‌তীয় স্থানীয় সরকার ইন‌স্টি‌টিউড ( এনআইএল‌জি ) এর আয়োজনে ও বাস্তবায়ন ফুলছ‌ড়ি উপজেলা প্রশাসন।

ফুলছ‌ড়িতে মোট ৭ টি ইউ‌নিয়ন এর মধ‌্যে ৬‌টি ইউ‌নিয়নের মোট ৬ জন চেয়ারম‌্যান ৫৪ জন সদস‌্য, ১৮ সংরক্ষ‌িত ম‌হিলা সদস‌্য, ৬ জন স‌চিব প্রশ‌িক্ষণে অংশ গ্রহন করছেন । অপ‌র দিকে ৭নং ফজলুপুর ইউ‌নিয়নের নির্বাচ‌নী তফ‌সিল ঘোষনা হওয়ায় বাদ পরেছে ।
ইউনিয়ন গুলো ১নং কঞ্চ‌িপাড়া,২ নং উ‌রিয়া ,৩নং উদাখা‌লি, ৪নং গজা‌রিয়া ,৫ নং ফুলছ‌ড়ি, ৬ নং এ‌্যারেন্ডাবা‌ড়ি।