ফারুক আহমেদ সূর্য, লালমনিরহাট উপজেলা প্রতিনিধিঃ মহান একুশে ফেব্রুয়ারি বাঙালির জীবনকে শক্তি ও গর্বের প্রতীক। আজকের এই দিনটাকে বাংলা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির সকল শহীদদের আন্তরিক শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, জীবিত ভাষা সৈনিক আব্দুল কাদের ভাসানীকে সংবর্ধনা ক্রেস্ট দেয়াসহ পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
২১ (ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকেল ৪টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামের হল রুমে জেলা প্রশাসন লালমনিরহাটের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, ভাষা সৈনিক মোঃ আবদুল কাদের ভাসানী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন কবি ও গবেষক ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল প্রমুখ।
দিনব্যাপী কর্মসূচি শেষে বাংলাদেশ শিশু একাডেমি লালমনিরহাট জেলা শাখা ও জেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন, কবিতা, সংগীত বিষয়ে এ অনুষ্ঠানে ক-খ-গ তিন বিভাগে ৯ টি করে মোট ২৭ টি পুরস্কারে ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ পুরো প্রোগ্রামটি সানন্দে উপভোগ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।