রংপুর জেলা (গঙ্গাচড়া) প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়নে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকসহ সব শ্রেণি পেশার মানুষকে নিয়ে ইউনিয়ন সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন।
গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, অধ্যক্ষ মহেন্দ্র নাথ সরকার, অলিউল্লাহ, এসআই আফওয়াজুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষ্যান্ত রানী রায়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল খালেক, আব্দুল মতিন অভি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সারাবান তহুরা, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জিএম শাহজালাল প্রমুখ।
সমাবেশে বক্তারা, সামাজিক সম্প্রীতি বজায় রেখে সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া সকল প্রকার সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এসময় ইউনিয়ন সম্প্রীতি কমিটির সদস্য, ইমাম-পুরোহিত, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে, জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সু-সংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেওয়া।
এছাড়া ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করতে জনসচেতনতা তৈরি করা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।