হৃদয় শীল ,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী বাজারের অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত প্রায় ৩০ টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মধুখালী পৌরসদরের মধুখালী বাজারের মাছ বাজারের দক্ষিণ পাশে পুকুর পাড়, হাইওয়ে সংলগ্ন এলাকা ও পুরাতন কৃষি ব্যাংক এলাকা ও টাওয়ার বিল্ডিং দক্ষিণপাশ এলাকার প্রায় ৩০ টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) শামীম আরা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ পুলিশ,আনসার সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, উচ্ছেদকৃত জায়গা সরকারি সম্পত্তি। দীর্ঘদিন অবৈধভাবে স্থায়ী স্থাপনা তৈরী করে ভোগদখল ও দোকান পাট গড়া হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।