স্টাফ রিপোর্টারঃ যশোরের রাজগঞ্জ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজবিডিটুডে ২৪ এর নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় রাজগঞ্জ বাজারে নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে নিউজবিডিটুডে২৪ এর সম্পাদক প্রকাশক রাকিব রাফসানের সভাপতিত্বে এবং নিউজ বিডি টুডে ২৪ এর স্টাফ রিপোর্টার এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মনিরামপুর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক মন্টু।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এস, এম স্বপন অধিকারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউজবিডিটুডে ২৪ এর নির্বাহী সম্পাদক মুহাঃ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বানী ইসরাইল,ঝাঁপা পুলিশ ফাড়ি আইসি সামনুর মোল্লা সোহান, নিউজবিডিটুডে২৪ উপদেষ্টা কবি সন্তোষ কুমার দত্ত, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, নিউজবিডিটুডে২৪ এর ভ্রাম্মমাণ প্রতিনিধি এবং আন্ত সাংবাদিক ও মানবাধিকার কল্যান সংস্থা যশোর জেলার সভাপতি মোঃ নূর ইসলাম মোল্লা, রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের (এএসআই) ইমরান হোসেন, ঝাঁপা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাসেম প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত সম্পাদক ও নিউজ এডিটর আল ইমরান,নির্বাহী সম্পাদক ইলিয়াস হোসেন,স্টাফ রিপোর্টার এম ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার সোহেল রানা,সাকিব হোসেন, নিউজ প্রেজেন্টার নুসরাত জাহান নুপুর, সুমনা বিশ্বাস তমা, মিথিলা, ফটো সাংবাদিক চম্মা বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।