জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইল পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন বাসাইল -সখিপুরের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড.জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
মঙ্গলবার(২৯ নভেম্বর) সকালে বাসাইল পৌরসভার বাসাইল উত্তরপাড়া প্রাইমারী স্কুল হতে চকপাড়া আল মদিনা মসজিদ পর্যন্ত রাস্তা মাটি ও এইচবিবি দ্বারা ১৬০০মিটার রাস্তা নির্মাণ।
বাসাইল হাসপাতালের রাস্তা পাকা করণ ২৩০ মিটার রাস্তা, আলম ডাক্তারের বাড়ি হতে সিংবাড়ি প্রাইমারী স্কুল পর্যন্ত রাস্তার মাটি ও এইচবিবি দ্বারা উন্নয়ন ১৫৬৩ মিটার রাস্তা, সেকান্দার মাস্টারের বাড়ি হতে বাসাইল পাথরঘাটা রাস্তা পর্যন্ত মাটি ও এইচবিবি দ্বারা ১৮২ মিটার রাস্তা নির্মাণ। বাসাইল টাঙ্গাইল রাস্তার পাশ হতে মরাগাঙ্গ নদী পর্যন্ত আরসিসি ৪৫০ ড্রেইন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ,উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি একে আজাদ খানশুর,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা রাজিক,প্যানেল মেয়র বাবুল আহমেদ সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেলসহ কাউন্সিরল বৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।