ফারুক আহমেদ সূর্য, লালমনিরহাট উপজেলা প্রতিনিধিঃ লালমনিরহাট অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয় এর ব্যবস্থাপনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকগণের সাথে পরিচিতি ও প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট ইউনিয়নের কুলাঘাটস্থ লালমনিরহাট অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে লালমনিরহাট অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ পরিচিতি ও প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি উত্তম রায়-এঁর সভাপতিত্বে লালমনিরহাট অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন-এঁর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন ইউএনডিপি প্রতিনিধি মোহাম্মদুল হক মুকুল। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, সাংস্কৃতিক কর্মী প্রদীপ কুমার রায়, লালমনিরহাট অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য ডাঃ কে এন বর্মণ, মাহাতাব আলী, সহকারী শিক্ষক তুষার কান্ত রায়, অনুপমা রাণী, নুপুর রাণী, লক্ষ্মী রাণী, তাপসী রাণী, প্রভাবতীসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।