যশোরের শার্শা বুরুজবাগান এলাকায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে নিখোঁজের এক সপ্তাহ পর এক কলেজছাত্রীর মরদেহের উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে আটক সহপাঠীর বাড়ির সেপটিক ট্যাঙ্কের মধ্যে থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম জেসমিন আক্তার পিঙ্কি (১৮)। তিনি সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেরালকেতা এলাকার জাকির হোসেনের মেয়ে ও যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আটক সহপাঠীর নাম আহসান কবির অঙ্কুর।
যশোর শার্শা বুরুজবাগান নিজ বাড়ীতে সুকৌশলে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে প্রেমিক অংকুর।সম্প্রতি অংকুর ও জেসমিনের মধ্যে দূরত্ব সৃষ্টি হলে ক্ষোভে অভিমানে প্রেমিক অংকুর জেসমিন কে নিজ বাড়ীতে এনে গলা কেটে হত্যা করে বলে জানা যায়। বিষয়টি জানতে পেরে শুক্রবার বিকেলের শার্শার বুরুজবাগান থেকে জেসমিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে যশোর RAB-6
নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার নিশাদ আল-নাহিয়ান এসব তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি প্রেমের সম্পর্ক ধরে পিংকিকে নিজের বাড়িতে নিয়ে আসে তার সহপাঠী অঙ্কুর। পরে তাকে নির্যাতন করে খুন করা হয় ও লাশ গুম করতে ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা হয়। নিহত কলেজছাত্রীর সহপাঠী অঙ্কুরকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।