শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা দক্ষিণবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল জামিআ’তুল আরাবিয়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা শেখপাড়া খুলনা এর নূরানী বিভাগের ২০২২ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ও মুতাওয়াল্লী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব এস এম আরিফুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম আলহাজ্ব মাওলানা মুফতি মুমতাজুল করীম, নায়েবে মুহতামিম আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, নূরানী বিভাগের জিম্মাদার মাওলানা কাওছার আলী, মাওলানা আবরারুল হক, (চিতলমারী) মাওলানা আবুল হাসান, ইব্রাহিম ইসলাম আবীর, মাওলানা ইয়াসিন গাজী, মাওলানা আজমল হোসেন, এস.এম ফেরদৌস হোসেন, হাফেজ মাওলানা এইচ এম খালিদ সাইফুল্লাহ, হাফেজ মাওলানা সোহেল খান ও মুফতি তরিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ২০২২ শিক্ষাবর্ষের সর্বোচ্চ স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শিক্ষকমণ্ডলীদের কে সম্মাননা পুরস্কার দেয়া হয়।
সভাপতি তার আলোচনায় বলেন, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা দক্ষিণবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। যার সুনাম ও সুখ্যাতী সর্বমহলের কাছেই জানা। প্রতিষ্ঠানের নূরানী বিভাগও এখন অন্যতম বৈশিষ্ট্য স্থাপন করে চলেছে। এর ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আগামী ২০২৩ শিক্ষাবর্ষ হতে নূরানী বিভাগকে আরও সমৃদ্ধ করণের লক্ষে বিভাগের নাম পরিবর্তন করে ক্যাডেট শাখা হিসেবে নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে অতিথির আলোচনায় প্রতিষ্ঠানের মুহতামিম বলেন, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠজীব হিসেবে মানুষের জন্য অন্যতম মৌলিক কাজ হলো আল্লাহ প্রদত্ত ও রাসূল সা. প্রদর্শিত জীবনব্যবস্থার আলোকে নিজ জীবনকে গঠন করা। আর এজন্য প্রয়োজন দ্বীনি শিক্ষা, কুরআন ও হাদীসের যথাপোযুক্ত শিক্ষা অর্জন। খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা সেই শিক্ষার পাশাপাশি একজন মানুষের ইহকালীন জীবন যাপনের যাবতীয় প্রয়োজনীয় জ্ঞান বিতরণে প্রচেষ্টা অব্যাহত রাখছে। প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিম আলহাজ্ব মুফতি আমানুল্লাহ তার আলোচনায় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, দায়িত্বশীল, শুভাকাঙ্ক্ষী, অভিভাবক ও কমিটির সদস্যদের উন্নতির জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করার আহবান জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।