খুলনা থেকে নিখোঁজ হওয়ার ২৭ দিন পর মায়ের লাশ পেয়েছেন মরিয়ম মান্নান। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই এ তথ্য জানান মরিয়ম মান্নান।
গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা বণিকপাড়া থেকে নিখোঁজ হয় মরিয়মের মা রহিমা খাতুন (৫৫)। পানি আনতে বাড়ি থেকে নিচে নেমেছিলেন তিনি। দীর্ঘ সময় পরও মায়ের খোঁজ না পাওয়ায় দৌলতপুর থানায় মামলা করেন মরিয়ম। পরে মামলাটি পিবিআইতে হস্তান্তর হয়।
মায়ের মৃত্যুর স্ট্যাটাসটি ফেসবুকে দেয়ার ৫০ মিনিট পরে দেয়া আরেকটি স্ট্যাটাসে মরিয়ম লিখেছেন, আর কারও কাছে আমি যাবো না। কাউকে আর বলবো না আমার মা কোথায়। কাউকে বলবো না আমাকে একটু সহোযোগিতা করুন। কাউকে বলবো না আমার মাকে একটু খুঁজে দিবেন? কাউকে আর বিরক্ত করবো না। আমি আমার মা’কে পেয়ে গেছি।
রহিমা খাতুন বিগত ২৭ দিন ধরে নিখোঁজ থাকার সময় মেয়ে মরিয়ম বিভিন্ন পন্থায় মাকে খোঁজার চেষ্টা করেন। গত প্রায় একমাসে মায়ের খোঁজে মিডিয়া হাউসসহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছিলেন তিনি। পোস্টার সাটিয়েছিলেন খুলনা শহরজুড়ে। ফেসবুকেও সন্ধান চেয়েছেন মায়ের।
এদিকে নিখোঁজ রহিমা বেগমের ছেলে মিরাজ আল সাদী মুঠোফোনে জানান শুনেছি ময়মনসিংহ থানায় একজন মহিলার লাশ পাওয়া গেছে তাদের বক্তব্যে মিল খুঁজে পাওয়া যায় তারপরও শনাক্ত করার জন্য খুলনা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রাতেই রওনা হয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।