খুলনার পাইকগাছায় চোরাই বিদ্যুৎ লাইনে লীজ ঘেরে মটর পাম্প দ্বারা পানি দেয়ার সময় বিদ্যুৎ স্পর্শে মিহির কান্তি মন্ডল (৪০) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাটি বুধবার দুপুরে উপজেলার খড়িয়ার ঠাকুরণ বাড়ির চকে। জানাযায় উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ঠাকুরুণ বাড়ি চকের মৃত্যু বিজয় কৃষ্ণ মন্ডলের ছেলে মিহির কান্তি মন্ডল।বুধবার ভর দুপুরে বাড়ির পাশে ঘেরে পানি দিতে যায় সে, এলাকাবাসী জানিয়েছেন বাড়ির বিদ্যুৎতের লাইন হতে চোরাই ভাবে ঘেরের বাসায় লাইন নিয়ে মটর চালাতেন তিনি।আর সেই অবৈধ বিদ্যুৎ লাইন কাল হয়ে দাঁড়ালো তার জীবনে।
মিহির পানিতে দাঁড়িয়ে মটরের প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে পড়ে যায়।পাশের ঘের মালিক ফারুক হোসেন দেখতে পেয়ে তার ডাক চিৎকারে বাড়ি থেকে লইন বন্ধ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করে। এ বিষয় পাইকগাছা পল্লী বিদ্যুৎ ডি জি এম বিলায়েত হোসেন জানান , ইতিমধ্যে আমরা বিভিন্ন এলাকায় অবৈধ বিদ্যুৎ লাইন কেটে দিয়েছি এবং আনেকে জরিমানা ও করেছি।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা করে পরিবারের নিকট হস্তান্তর করেছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।