পাঁচ বছর আগে র‌্যাব-৬ এর অভিযানে উদ্ধার হওয়া ২২ কোটি টাকা মূল্যের কোকেন বিনষ্ট করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে খুলনার আদালত চত্ত্বরে এগুলো বিনষ্ট করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ঘটনাস্থলে ছিলেন বলে জানান আদালতের মালখানার এসআই আমির হোসেন। ২০১৭ সালের ১১ আগষ্ট র‌্যাব-৬ নগরীর হাদিস পার্ক এলাকা থেকে কোকেন ব্যবসায়ী সিন্ডিকেটেক আটক করে। পর্যায়ক্রমে কোকেন ব্যবসায়ীদের নিকট থেকে ২৩০ গ্রাম এবং ২ কেজি ২০ গ্রাম কোকেন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২২ কেটি ৫০ লাখ টাকা।

এঘটনায় মামলা দায়ের হয়।এ মামলায় ২০২১ সালের ৭ অক্টোবর আদালত ১জনকে মৃত্যুদন্ডসহ আরও ৫জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।