প্রতিবছরের মতো এবারও ‘চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ’-এর উদ্যোগে শুরু হয়েছে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০২২। গত ৫-১১ মার্চ ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রাঙ্গণে ঢাকা বিভাগের উৎসব অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এবার খুলনায় শুরু হচ্ছে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। একে একে প্রতিটি বিভাগীয় শহরে হবে এ উৎসব।

এবার প্রথমবারের মতো বাংলাদেশের ৮টি বিভাগীয় শহরে উৎসবটির আয়োজন করতে যাচ্ছে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ। আগামী ১৩ ও ১৪ মার্চ খুলনার শঙখ সিনেমা হলে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০২২-এর খুলনা বিভাগের পর্ব চলবে।

প্রতিদিন বেলা ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট ৪টি প্রদর্শনী হবে। প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। উৎসবের সব প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়াও ১৪ তারিখ বিকেল ৪টায় একটি বিশেষ প্রদর্শনী রয়েছে, যেখানে গত ১১তম উৎসব থেকে ১৫তম উৎসব পর্যন্ত আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আসরগুলোয় খুলনা বিভাগের যেসব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল সেগুলোর প্রদর্শনী হবে।
উৎসবে খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন দেশের নানান স্বাদের চলচ্চিত্র দেখার এই দুর্লভ সুযোগটি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কাজে লাগাবেন–এমনই প্রত্যাশা আমাদের। সব স্বাস্থ্যবিধি মেনে আমরা শিক্ষার্থীদের চলচ্চিত্র দেখাব।

১২ মার্চ শনিবার সকালে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ‘চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ-এর সদস্যরা।
এ সময় তারা আরও বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন দেশের নানান স্বাদের চলচ্চিত্র দেখার এই দুর্লভ সুযোগটি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কাজে লাগাবে–এমনই প্রত্যাশা আমাদের। সব স্বাস্থ্যবিধি মেনে আমরা শিক্ষার্থীদের চলচ্চিত্র দেখাব। আমাদের সহ-আয়োজক হিসেবে এবার সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ (সিসিএ) সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এ জন্য আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ধন্যবাদ জানাই।

ঢাকা বিভাগের হয়ে যাওয়া আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ-এর সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল।
এই উৎসবের কেন্দ্রীয় পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১১ মার্চ শুক্রবার বিকেল ৪টায় ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সব প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা ও বিশিষ্ট ব্যক্তিরা।