শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার ভাণ্ডরাপাড়া ইউনিয়নের ঘোনা তালতলা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার প্রতিভা মণ্ডলের জমি থেকে এইসব উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমান বিষয়টি জানিয়েছেন।
ওসি জানান, দীর্ঘদিন ধরে প্রতিভা মণ্ডলের একটি জায়গা পরিত্যক্ত ছিল। বাড়ির কাজ করবেন বলে আজ (২ মার্চ) শ্রমিক নিয়োগ করেছিলেন তিনি। পিলারের জন্য দেড়ফুট মাটি কাটা হলে সেখান থেকে অস্ত্র ও গুলি দেখতে পান এক শ্রমিক।
বিষয়টি প্রতিভা মণ্ডলকে জানালে তিনি থানায় খবর দেন। এরপর পুলিশ সেখান থেকে একনলা বন্দুকের এক পাইপ, দোনলা বন্দুকের এক পাইপ, এসএমজি একটা, একনলা বন্দুকের ৬০ রাউন্ড গুলি, পিস্তলের গুলি ১৮ রাউন্ড, থ্রি নট থ্রি রাইফেলের গুলি ২ রাউন্ড, গুলি ৪২ রাউন্ড এবং এসএমসজি’র একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এই অস্ত্র ও গুলিগুলো অনেক আগের। এগুলোতে মরিচা ধরেছে। এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশ এগুলো উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।