শেখ বাদশা,বাগেরহাটঃ জেলার সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ আবু শামীম আছনু ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিলো ৬৩ বছর ।
তিনি বেশ কিছু দিন ধরে বিভিন্ন ধরণের অসুস্থ্যতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারত থেকে চিকিৎসা নিয়ে আসার পর অসুস্থ্য হয়ে গত ৯ দিন ধরে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
শারীরিক সুস্থ্যতার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের সুব্যবস্থায় অসুস্থ্য রাখালগাছি ইউপি চেয়ারম্যান শেখ আবু শামীম আছনুকে উন্নত চিকিৎসায় জন্য গত ১০ জুন বিকালে এয়ার এ্যাম্বুলেন্সে যোগে খুলনা থেকে ঢাকায় পিজি হাসপাতালে নেওয়া হয়েছিলো। পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খরব শুনে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে , ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল সকাল ১০ টায় সুগন্ধি নোনামাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।