আবু রায়হান ( স্টাফ রিপোর্টার): বুধবার সকাল ১০ঘটিকায় স্বেচ্ছাসেবী সংগঠন এক মুঠো আহার এর উদ্যোগে অসহায় মানুষদের ইফতার বিতরণ করা হয়।
বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলতেই বগুড়াকেই চিনি। সেই সুনাম ধন্য জেলা বগুড়ার বুকে গড়ে উঠে এক মুঠো আহার নামে একটি প্রতিষ্ঠান যা “মোমেনা ফাউন্ডেশন” এর অন্তভূক্ত।
দুই একদিন পর পরই বগুড়া জেলার ব্যাস্ততম শহর সাতমাথা এলাকায় অসহায়, সুবিধা বঞ্চিত, ও রিক্সা চালকদের মাঝে এক মুঠো আহার এর পক্ষ থেকে ১০০ প্যাকেট ইফতার বিতারণ করা হয়।
এক মুঠো আহার এর পরিচালক মোঃ রনি খান জানান, আমাদের আশে পাশে অসংখ্য অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ আছে যারা দু’মুঠো খাবার পায়না তাদেরকে যেন সমাজের উচ্চ ব্যাক্তিবর্গ সাহায্যের হাত বাড়িয়ে দেন।
তাদের একটু সহযোগীতায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ পাবে খাবারের ভরসা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।