

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ইং উপলক্ষে মণিরামপুর উপজেলা বটতলা চত্বরে প্রাকৃতিক দূর্যোগে প্রস্তুত থাকতে সচেতনতামূলক মহড়া ও জরুরী মূহুর্তে দূর্ঘটনা থেকে কিভাবে দূত প্রান রক্ষা করে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফেরানো যায় এ সমস্ত বিষয়াদি তুলে ধরে আলোচনা সভা শেষে মণিরামপুর ফায়ার সার্ভিসের অংশগ্রহণে বিশেষ ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল,১০ই মার্চ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যাবস্থাপনা বিভাগ মণিরামপুরের আয়োজনে এ অনুষ্ঠানে উপজলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নার নির্দেশনা মোতাবেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর সহকারি কমিশনার ভূমি নিয়াজ মাখদুম।
মণিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম শোভন ও মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সাফায়েত হোসেন সঞ্চালিত আলোচনা সভা পরবর্তী শারীরিক কর্সত প্রদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তত্বাবধায়ক পঃপঃ কর্মকর্তা ডাঃ ফয়েজ আহম্মেদ ফয়সাল, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক এস এম তাজাম্মুল, উপজেলা সমবায় অফিসার তারিকুল ইসলাম, উপজলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান সহ স্থানীয় দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় এ সচেতনতামূলক কুচকাওয়াজ প্রদর্শনীতে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।ভবনে আগুল লাগলে আটকে থাকাদের উদ্ধার ও চিকিৎসা,ভূমিকম্পের কবলে পড়লে ভবন থেকে উদ্ধার করা, দূর্যোগে এ সমস্ত পরিস্থিতি থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা কিভাবে দক্ষতার সাথে জীবন রক্ষা করে তারই প্রদর্শনী দেখতে উপজেলার বটতলায় ভীড় জমায় অফিস পাড়া থেকে শুরু করে পথচারী পর্যন্ত।
২৪ ঘন্টা সেবাদানে মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সাফায়েত হোসেন সহ তার কর্মীরা মণিরামপুর উপজেলাবাসীর জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকায় আছেন বলে ঘোষনা দেন।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।