ঘূর্ণিঝড় সিত্রাং এখন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। যশোরের পাশ্ববর্তী জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটসহ মোট ১৩ জেলায় ক্ষতির আশঙ্কা বেশি।
সিত্রাং মোকাবেলায় জরুরি সেবা,কন্ট্রোল রুম চালু ও এ্যাম্বুলেন্স প্রস্তত রেখেছেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ।
ইউনিয়নবাসীকে ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার আহ্বান জানিয়েছেন তিনি। এরই মধ্যে ইউনিয়ন ব্যাপী সচেতনতার বার্তা দিয়ে মাইকিং কার্যক্রম চলছে।
রাজু আহম্মেদ জানান, ইউনিয়নের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা,মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ের ভবন সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিটি মসজিদ থেকে সকলকে সচেতন থাকার ব্যবস্থা গ্রহণের ঘোষণা প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ইউনিয়নব্যাপী মাইকিং কার্যক্রম অব্যহত আছে।
তিনি বলেন, যেকোন পরিস্থিতিতে মানুষের সার্বিক আপডেট জানতে জরুরি সেবা নম্বর চালু করা হয়েছে। নম্বরটি 01741995609। এছাড়াও প্রস্তত রাখা হয়েছে স্বেচ্ছাসেবকসহ এ্যাম্বুলেন্স।

উল্লেখ্য, সিত্রাং এগিয়ে আসছে উপকূলের দিকেই। এর প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে, হচ্ছে প্রচুর বৃষ্টি।