যশোর প্রতিনিধি: ছাত্র-জনতার বিক্ষোভের মুখে অফিস ছাড়তে বাধ্য হয়েছেন যশোর পৌরসভার মেয়র হায়দার গনি খান পলাশ। যদিও কেউ কেউ বলছেন, তিনি পালিয়ে গেছেন।
রোববার (১৮ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
পৌরসভার একাধিক সূত্র জানিয়েছে, মেয়র হায়দার গনি খান পলাশ বেশ কয়েকদিন পর রোববার দুপুরের দিকে কিছুটা গোপনে পৌরসভায় আসেন। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা পৌরসভায় জড়ো হয়ে মেয়রের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। অবস্থা বেগতিক দেখে অফিস ছেড়ে চলে যান মেয়র।
এ বিষয়ে জানতে মেয়রের মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।