বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়া পৌরসভা ও জামদিয়া ইউনিয়নের মাদরাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টা থেকে পৌর এলাকার পাঁচটি ও উপজেলার জামদিয়া ইউনিয়নের ৯ টি মাদরাসা ও এতিমখানায় এ ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান আহমেদ, একই সংগঠনের সভাপতি বুলবুল মোর্শেদ, সাধারন সম্পাদক শের আলী মেম্বার, ছাত্রলীগ সভাপতি বায়জিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল কাদের, দোহাকুলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ মেম্বার,আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, সাদ্দাম হোসেন টুলু, ছাত্রলীগ কর্মী মো. ওবায়দুল্লাহ, আব্দুল মান্নান, ইমরান খান, মো. শাহ আলম প্রমুখ। এদিন পৌরসভা এলাকায় পঁাচটি ও জামদিয়া ইউনিয়নে ৯ টি মাদরাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরন করেন ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।