আজম খান, বাঘারপাড়া (যশোর) : চলতি বছরের এসএসসি পরীক্ষায় যশোরের বাঘারপাড়া উপজেলা ও কেন্দ্রের ফলাফলে প্রথম হয়েছেন বাকড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্পিতা রায়।

তাঁর প্রাপ্ত নম্বর ১০৭৯ (শুধুমাত্র অনুষ্ঠিত পরিক্ষার বিষয়ের যোগফল)। অর্পিতা নড়াইল সদর উপজেলার বেনাহাটি গ্রামের অরবিন্দু রায় ও শিক্ষিকা প্রীতিলতা বিশ্বাসের প্রথম সন্তান।

এ উপলক্ষে গতকাল (৬আগস্ট) সকালে অর্পিতার সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, চলতি বছরে উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৫ শিক্ষার্থী সদর উপজেলার বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। গত কয়েকদিন আগে প্রকাশিত ফলাফলে এ+ ও বাকি ৪ জন শিক্ষার্থী বি গ্রেড পায়।

এর মধ্যে অর্পিতা রায় বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্র ও উপজেলায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হয়। করোনার কারনে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত না হলেও পিএসসি পরীক্ষাতেও অর্পিতা এ প্লাস পায়।

এ বিষয়ে বিদ্যালয়টির সহকারি প্রধান শিক্ষক প্রকাশ বিশ্বাস বলেন,‘১৯৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এ বছরই এরকম ভালো ফলাফল হওয়ায় অর্পিতাকে সংবর্ধনা জানানো হয়েছে।