বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোর-৪ আসনের এমপি রণজিৎ কুমার রায় বলেছেন, খেলোয়াড় তৈরিতে রেফারিদের এগিয়ে আসতে হবে। জাতি গঠনে যেমন শিক্ষকরা ভূমিকা রাখে তেমন একজন ভালো খেলোয়াড় তৈরিতে রেফারিদের অবদান অপরীসীম।
সেজন্য রেফারিদের পরিচর্যার মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি করতে হবে। অসাম্প্রদায়িক দেশ গঠনে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। মঙ্গলবার বেলা ১১ টার দিকে যশোরের বাঘারপাড়া রেফারি কল্যান সমিতির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
এমপি রণজিৎ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়াঙ্গনের ব্যপক সাড়া পড়েছে। তাই ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিতে সকলকে কাজ হবে। বর্তমান ছেলেদের পাশাপাশি মেয়েরাও খেলাধুলার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এমনকি খেলাধুলায় বাংলাদেশের সুনামও ছড়িয়ে পড়েছে। খেলাধুলায় বাঘারপাড়া আবারো ঘুরে দাড়িয়েছে। এজন্য এখানে ক্রীড়া একাডেমি গড়ে তোলা হবে। এতে সকল ধরণের খেলোয়াড় তৈরি করা হবে।
বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার নব নির্মিত ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সিনিয়র রেফারি সদস্য অধ্যক্ষ আজগর আলী। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রীনিবাস হালদার ও একই সংগঠনের অর্থ সম্পাদক সোহেল আল মামুন নিশাত, দপ্তর সম্পাদক সালাউদ্দীন ইউসুফ দিলু। বক্তব্য রাখেন, বাঘারপাড়া ফুটবল কল্যাণ সমিতির সভাপতি শচীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক সহকারী শিক্ষক সেলিম রেজা, প্রচার সম্পাদক সাংবাদিক রাকিব হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মফিজুর রহমান। পরে অতিথিদের সম্মানা স্মারক তুলে দেয় সমিতির নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।