ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার: যশোরের কেশবপুরে কৃষক সুরক্ষায় মাঠে মাঠে কৃষি সেড নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। কৃষকরা ঝড়-বৃষ্টি বা বজ্রপাতের সময় এ কৃষি সেডে আশ্রয় নিতে পারবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার একান্ত প্রচেষ্টায় ব্যতিক্রম এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কৃষকরা।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের চাঁদড়া গ্রামের মাঠে নির্মিত কৃষি সেড উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষকরা ঝড় ও বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ফাঁকা মাঠে কৃষি সেড নির্মাণ করার দাবি করে আসছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন কৃষকদের ওই দাবি বাস্তবসম্মত হওয়ায় কৃষক সুরক্ষায় এ সেড নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। উপজেলার চাঁদড়া গ্রামের ফাঁকা মাঠের মধ্যে দৃষ্টিনন্দন কৃষি সেড নির্মাণ শেষে উদ্বোধন হওয়ায় কেশবপুরের সর্বত্র কৃষকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সেড উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম শাহীন, কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ।
চাঁদড়া গ্রামের কৃষক আব্দুল কাদের বলেন, ঝড়-বৃষ্টির সময় আকাশে মেঘ ডাকা শুরু হলে আমরা মাঠের মধ্যে কোথাও আশ্রয় নিতে পারতাম না। বজ্রপাতের ভয়ে মাঠের কাজকর্ম ফেলে দৌড়ে অন্যত্র গিয়ে উঠতে হতো। ইউএনও স্যার এ সেড করে দেওয়ায় কৃষকদের খুব উপকার হয়েছে। ঝড়-বৃষ্টি হলে নিরাপদে এ সেডে আশ্রয় নিতে পারবো।
উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়–য়া গ্রামের কৃষক আজহারুল ইসলাম বলেন, চাঁদড়া মাঠের মতো উপজেলার অন্য মাঠেও এভাবে সেড নির্মাণ করা হলে কৃষকরা নির্ভয়ে মাঠে কাজ করতে পারবে।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, কৃষকদের সুরক্ষার কথা চিন্তা করে মাঠে মাঠে কৃষি সেড নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। চাঁদড়া গ্রামের মাঠে প্রথম একটি কৃষি সেড নির্মাণ করা হয়েছে। এ কৃষি সেডে কৃষকরা ঝড়-বৃষ্টি বা বজ্রপাতের সময় আশ্রয় নিতে পারবে। এছাড়া এ সেডের ভেতরে কৃষকরা বিশ্রাম নেওয়া, খাবার খাওয়াসহ বিভিন্ন কাজ করতে পারবে। পর্যায়ক্রমে এ উপজেলার বড় বড় মাঠে এভাবেই কৃষি সেড নির্মাণ অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।